ভার্সিটি “ক” ফাইনাল এভালুয়েশন ব্যাচ ২০২৫

বিষয় : রসায়ন
অধ্যায় : গুণগত রসায়ন
সময় :  ৩০ মিনিট      মার্কস : ৫০
প্রতি ৪ টি ভুলের জন্য ১ মার্ক কাটা  হবে। 


রসায়ন-১

1 / 50

1) $\mathrm{Sc}$ মৌলের $3d^1$ ইলেকট্রনটির কোয়ান্টাম সংখ্যার সম্ভাব্য সেট কোনটি?

2 / 50

2) $\bar{v} = R_H \left( \frac{1}{n_1^2} - \frac{1}{n_2^2} \right)$ সমীকরণে প্যাশ্চেন সিরিজের জন্য $n_2=5$ হলে $\lambda$-এর মান কত?

3 / 50

3) কোন যৌগটি পানিতে সহজে দ্রবীভূত হয়ে গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে বাষ্পযুক্ত সাদা ধোঁয়া তৈরি করে এবং জলীয় সিলভার নাইট্রেট দ্রবণে সাদা অধঃক্ষেপ দেয়?

4 / 50

4) যে মৌলের বহিঃস্থ স্তরের ইলেকট্রন বিন্যাস $3d^2 \cdot 4s^2$, সে মৌলটির পর্যায় সারণীতে অবস্থান-

5 / 50

5) $^{32}_{16}S_8$ এর $10$ টি অণুর মধ্যে কয়টি নিউট্রন আছে?

6 / 50

6) বোরের প্রথম স্বীকার্য থেকে স্থায়ী কক্ষের শর্ত কোনটি?

7 / 50

7) হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালির কোন সিরিজটিতে দৃশ্যমান অঞ্চলের রশ্মি দেখা যায়?

8 / 50

8) $NH_{4}^{+}$ আয়নের উপস্থিতি নির্ণয়ে ব্যবহৃত বিকারকটি হলো-

9 / 50

9) RH রিডবার্গ ধ্রুবক হলে, হাইড্রোজেন বর্ণালীর বামার সিরিজের ২য় লাইনের তরঙ্গদৈর্ঘ্য কত হবে?

10 / 50

10) সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে কোনটি সঠিক?

11 / 50

11) নিম্নের নিউক্লিয়ার বিক্রিয়া থেকে S বাহির কর:
$^{235}_{92}\text{U} \xrightarrow{-\alpha} \text{P} \xrightarrow{-\beta} \text{Q} \xrightarrow{-\alpha} \text{R} \xrightarrow{-\beta} \text{S}$

12 / 50

12) ক্যাথোড রশ্মি কী?

13 / 50

13) নিচের কোন সালফেট লবণটি পানিতে অদ্রবণীয়?

14 / 50

14) বিক্রিয়াটি সম্পন্ন কর:
$^{27}_{13}\text{Al} + ^{4}_{2}\text{He} \rightarrow ^{30}_{15}\text{P} + ....$

15 / 50

15) নিচের কোনটির জলীয় দ্রবণে $NH_4SCN$ যোগ করলে রক্ত লাল বর্ণ দেখা যায়?

16 / 50

16) একটি বর্ণহীন জলীয় দ্রবণে ক্লোরিন দ্রবণ যোগ করা হলে দ্রবণটি বাদামী লাল বর্ণ ধারণ করে এবং $\text{AgNO}_3$ দ্রবণ যোগ করা হলে হলুদ বর্ণের অধঃক্ষেপ পাওয়া যায়। দ্রবণে যে যৌগটি রয়েছে-

17 / 50

17) কোন জোড়াটি পরস্পর আইসোবার?

18 / 50

18) $^{31}_{15}\text{P}$ এর 15টি অণুর মধ্যে কয়টি নিউট্রন আছে?

19 / 50

19) বোর হাইড্রোজেন মডেল অনুযায়ী তৃতীয় বোর কক্ষপথের ব্যাসার্ধ প্রথম বোর কক্ষপথের ব্যাসার্ধের কত গুণ?

20 / 50

20) সোডিয়াম আয়নে কতগুলো ইলেকট্রন থাকে?

21 / 50

21) নিম্নের কোনটি সঠিক নয়?

22 / 50

22) $\text{Ca}^{2+}$ শনাক্তকরণে কোনটি ব্যবহৃত হয়?

23 / 50

23) $\text{H}_2\text{SO}_4$-এর সাথে হ্যালাইড লবণ উত্তপ্ত করলে কোন আয়নের উপস্থিতিতে বেগুনি ধোঁয়া সৃষ্টি হয়?

24 / 50

24) $\text{M}^{3+}$ আয়নে 23 ইলেকট্রন আছে। এর পারমাণবিক সংখ্যা কত?

25 / 50

25) $^{14}_6\text{C}$ এবং $^{16}_8\text{O}$ পরস্পরের—

26 / 50

26) কোন d অরবিটালগুলো অক্ষ বরাবর অবস্থিত?

27 / 50

27) 25°C তাপমাত্রায় পানিতে $\text{MX}_2$-এর সম্পৃক্ত দ্রবণে $[\text{X}^-] = 10^{-5} \text{M}$ হলে ঐ লবণের দ্রাব্যতা গুণফল ($K_{sp}$) কত?

28 / 50

28) $\lambda = \frac{h}{mv}$ সমীকরণের নাম-

29 / 50

29) নিম্নে মৌলগুলির পরমাণুর ইলেকট্রন বিন্যাস থেকে Sn(50) কে সনাক্ত কর।

30 / 50

30) নিচের কোনটি তেজস্ক্রিয় রশ্মি নয়?

31 / 50

31) নিচের কোন সমীকরণটি সঠিক নয়?

32 / 50

32) কোন রং এর আলোর কম্পাঙ্ক সবচেয়ে কম?

33 / 50

33) কোন যৌগের ক্ষারীয় দ্রবণকে নেসলার দ্রবণ বলা হয়?

34 / 50

34) নিচের কোন জোড়া যৌগে সমআয়ন প্রভাব বিদ্যমান?

35 / 50

35) IR বর্ণালিতে কার্যকরী মূলক অঞ্চলের তরঙ্গ সংখ্যা কত?

36 / 50

36) ন্যাপথালিনকে কোন পদ্ধতিতে বিশোধন করা হয়?

37 / 50

37) নিচের কোনটি গ্যাস ক্রোমাটোগ্রাফিতে বাহক হিসেবে ব্যবহার করা হয় না?

38 / 50

38) শিখা পরীক্ষায় কোন মৌলটি সোনালী হলুদ শিখা প্রদর্শন করে?

39 / 50

39) $\text{Fe}^{3+}$ আয়নে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কত?

40 / 50

40) দ্রবণে Na⁺ আয়ন শনাক্তকরণে নিচের কোনটি ব্যবহৃত হয়?

41 / 50

41) রক্তের শ্বেত কণিকা বৃদ্ধি ও রোগ প্রতিরোধক শক্তি বৃদ্ধিতে সহায়তা করে-

42 / 50

42)

সহকারী কোয়ান্টাম সংখ্যার তাৎপর্য কোনটি?

43 / 50

43) ভেদন ক্ষমতার ক্রম অনুসারে $\alpha$-কণা, $\beta$-কণা ও $\gamma$-কণা রশ্মির বিকিরণগুলো সাজানো যায়-

44 / 50

44) $\text{AlCl}_3$-এর $K_{sp} = 27s^4$ হলে, দ্রাব্যতা (Solubility) হলো-

45 / 50

45) 20°C তাপমাত্রায় 100g পানিতে NaNO₃, KNO₃, NaCl ও KCl-এর দ্রাব্যতার বিন্যাস কোনটি?

46 / 50

46) কোন পরমাণু মডেলের সাহায্যে শুধু হাইড্রোজেন পরমাণুর বর্ণালিকে ব্যাখ্যা করা যায়? ক. খ. গ. ঘ.

47 / 50

47) $^{14}_7\text{N} + \alpha \rightarrow {}^{17}_8\text{O} + X$

নিউক্লিয়ার বিক্রিয়ায় X-কে বলা যায়?

48 / 50

48) ক্রিপ্টনের ইলেক্ট্রন বিন্যাস নিম্নের কোনটি?

49 / 50

49) $\text{H}_3\text{O}^+$ আয়নে কতটি ইলেকট্রন বিদ্যমান?

50 / 50

50) একটি দ্রাবকে তিনটি পদার্থের দ্রাব্যতা ১২, ২৫ ও ৩২। কোন পদ্ধতিতে এই তিনটি পদার্থকে পৃথক করা যাবে?

0% Complete